, ১৯ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

করোনা নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার

  অনলাইন ডেস্ক

  প্রকাশ : 

করোনা নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার
যুবলীগ নেতা আব্দুস সালাম।ছবি: সংগৃহীত

করোনা ভাইরাস নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে গুজব ছড়ানোর অভিযোগে পাবনার ঈশ্বরদী পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালামকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সালাম ঈশ্বরদী পৌর এলাকার মশুরিয়াপাড়ার আওয়ামী লীগ নেতা আব্দুল করিম মোল্লার ছেলে।


ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, যুবলীগ নেতা আব্দুস সালাম তার ফেসবুক পেজে করোনা ভাইরাস সম্পর্কে সরকারি কলেজের পাশে অবস্থানরত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রাশিয়ানদের বাড়ির ভিডিও এবং করোনা নিয়ে আপত্তিকর বক্তব্য লাইভে পোস্ট দেয়। এই ঘটনার অভিযোগ পাওয়ার পর সোমবার রাতে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়েরের পর আব্দুস সালামকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ - সারাদেশ