, ২৪ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

দলবেঁধে ‘দিন: দ্য ডে’ দেখলেন ভারতীয় দর্শক

  বিনোদন ডেস্ক

  প্রকাশ : 

দলবেঁধে ‘দিন: দ্য ডে’ দেখলেন ভারতীয় দর্শক

কোরবানি ঈদ উপলক্ষে সারাদেশে মুক্তি পেয়েছে ‘দিন: দ্য ডে’। ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় বিগ বাজেটে ছবিটির পরিচালনায় আছেন অনন্ত জলিল। বর্ষার সঙ্গে জুটি বেঁধে এতে অভিনয়ও করেছেন তিনি।

ছবিটি মুক্তির পর থেকে দারুণ সাড়া পাচ্ছে। ঈদের সিনেমাগুলো আলোচনায় রয়েছে এই ছবির আলোচনাকে কেন্দ্র করেই।

প্রথম সপ্তাহের সাফল্যের পর দ্বিতীয় সপ্তাহেও দর্শকের তুমুল আগ্রহে রয়েছে ‘দিন: দ্য ডে’। দেশের নানা জেলার সিনেমা হলে চলছে এটি। স্টার সিনেপ্লেক্সে বেড়েছে শো। যমুনা ব্লকবাস্টারেও খুব ভালো যাচ্ছে বলে দাবি অনন্ত জলিলের।

এরমধ্যে ব্লকবাস্টারে গতকাল ২৩ জুলাই দলবেঁধে ছবিটি দেখলেন ১৫ জন ভারতীয় নাগরিক। তারা বাংলাদেশেই বাস করেন। এখানে নানা পেশায় কর্মরত। সাধারণত তারা সিনেপ্লেক্সগুলোতে হলিউডের ছবিগুলোই দেখে থাকেন।

তবে অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’ নিয়ে আলোচনা দেখে ছবিটি দেখতে যান তারা। ব্লকবাস্টার কর্তৃপক্ষ জানায়, ছবিটি দেখে নিজেদের মুগ্ধতা প্রকাশ করে ওই ১৫ ভারতীয় দর্শক। তারা দলগত ফটোসেশনও করেন অনন্ত-বর্ষার পোস্টারের সামনে।

‘দিন: দ্য ডে’ সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। ইরানের মুর্তজা অতাশ জমজম এবং বাংলাদেশের প্রযোজক অনন্ত জলিলের ‘এজে’ ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। অনন্ত জলিল, বর্ষা ছাড়া আরও অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা।

সিনেমায় অনন্ত জলিলকে আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। নানা সন্ত্রাসগোষ্ঠী দমনে অভিযানে অংশ নেবেন তিনি।

  • সর্বশেষ - বিনোদন