, ১৭ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

সড়কে মঞ্চ বানিয়ে ছাত্রদলের সমাবেশ, পুলিশের সতর্ক অবস্থান

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

সড়কে মঞ্চ বানিয়ে ছাত্রদলের সমাবেশ, পুলিশের সতর্ক অবস্থান

ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশের আয়োজন করেছে বিএনপির ভ্রাতৃপ্রতিম সংগঠনটি। সমাবেশ উপলক্ষে নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। এদিকে বিএনপি কার্যালয়ের আশপাশে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।  

রোববার (১ জানুয়ারি) সম্মেলন উপলক্ষে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চ তৈরি করেছে ছাত্রদল। শুধু তাই নয়, ছাত্র সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের বসার ব্যবস্থা করতে সড়কে কার্পেট বিছানো হয়েছে। ফলে, নয়াপল্টন এলাকার ভিআইপি সড়কের একপাশে যানচলাচল বন্ধ রয়েছে। অন্য পাশের সড়কেও সংগঠনটির নেতাকর্মীদের উপস্থিতির কারণে যানচলাচলের জায়গা সংকীর্ণ হয়ে পড়েছে। 

১৯৭৯ সালের ১ জানুয়ারি শিক্ষা, ঐক্য ও প্রগতি—এ তিন মূলনীতি সামনে রেখে ছাত্রদল গঠন করেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। সে হিসেবে আজ সংগঠনটির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। 

এদিন সকালে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ মোনাজাত করেন সংগঠনটির নেতাকর্মীরা। এরপর বেলা১১ টার পর থেকে নয়াপল্টন সড়কে অস্থায়ী মঞ্চ তৈরির কাজ শুরু হয়। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, দুপুর ১টার আগে থেকেই রাজধানী এবং আশপাশের জেলা থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর টি-শার্ট ও মাথায় ক্যাপ পরে ব্যানার-ফেস্টুনসহ ছোট-ছোট মিছিল নিয়ে নয়াপল্টন এলাকায় জড়ো হতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে সংগঠনটির নেতাকর্মীদের উপস্থিতি ক্রমেই বাড়তে থাকে। ফলে দুপুর ১টার পর থেকে নয়াপল্টন এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে ছাত্রদলের সমাবেশকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশের হোটেল মিডওয়ে, চায়না টাওয়ার ও কার্যালয়ের বিপরীত পাশের ভিআইপি টাওয়ারের সামনে পুলিশসহ সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থান নিতে দেখা গেছে।

ছাত্রদলের এই ছাত্র সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সভায় সভাপতিত্ব করবেন সংগঠনটির সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। সঞ্চালনার দায়িত্বে আছেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

  • সর্বশেষ - রাজনীতি