হালুয়াঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
প্রকাশ :

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে হালুয়াঘাটের গোবড়াকুড়া সীমান্তে বিকাল সাড়ে ৫টায় বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে বিজিবির ময়মনসিংহের সিও তৌফিক জানান, বিএসএফ সীমান্ত অতিক্রম করায় এক যুবককে গুলি করে হত্যার দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে। তাদের সীমান্তে ডাক্তারের অনুপস্থিতির কারণে সুরতহাল সম্পন্ন করা হয়নি বলে লাশ বুধবার ফেরত দিবে বলে জানিয়েছে বিএসএফ।
এ দিকে গোবড়াকুড়া গ্রামের মানিক মিয়ার বড় ছেলে খলিল মিয়া জানান, তার ছোট ভাই জলিল (২৫) মানসিক ভারসাম্যহীন। গত রাত থেকেই সে নিখোঁজ ছিল। তাদের ধারণা বিএসএফের গুলিতে নিহত ব্যক্তিই তার ছোট ভাই জলিল।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসন করায় প্রশংসা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মসিকের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ মহব্বত আলী

করোনা মহামারী মোকাবিলায় টিকা প্রদানের পরিসর বৃদ্ধি করা হয়েছে : মসিক মেয়র টিটু
