, ২০ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর একটি ঘটনা নিয়েও চলচ্চিত্র নির্মাণ সম্ভব

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

বঙ্গবন্ধুর একটি ঘটনা নিয়েও চলচ্চিত্র নির্মাণ সম্ভব

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করে একদল বিপথগামী সেনা কর্মকর্তা। সদ্য স্বাধীন হওয়া এ দেশে তখন নেমে আসে অন্ধকার। তবে যুগেযুগ ধরে তিনি বেঁচে আছেন লক্ষ-লক্ষ বাঙ্গালির হৃদয়ে।


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে কোনো একটি দিন নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা সম্ভব বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।


মঙ্গলবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।


দীপু মনি বলেন, বিভিন্ন আন্দোলন-সংগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ত্যাগ-তিতিক্ষা তা এক একটি অধ্যায়। তার একটি ঘটনা নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা সম্ভব বলে আমি বিশ্বাস করি। জাতির পিতাকে নৃশংসভাবে হত্যা করা হয়। এর পরে তার নাম ও জয়বাংলা নিষিদ্ধ হয়ে গিয়েছিল। ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ ছিল।

  • সর্বশেষ - রাজনীতি