15 September 2024, 09:16:12 AM, অনলাইন সংস্করণ

টঙ্গীতে কাভার্ডভ্যানে আগুন

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

টঙ্গীতে কাভার্ডভ্যানে আগুন

গাজীপুরের টঙ্গীতে কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে টঙ্গীর মেঘনা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, বৃহস্পতিবার রাতে ৪-৫ জন দুবৃত্তরা পেট্রল ঢেলে কাভার্ডভ্যানটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের আপদকালীন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার পর ভ্যানটির চালক ও মালিককে খুঁজছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজের পরিদর্শক এস কে তুহিন বলেন, আগুনের খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের আপদকালীন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

  • সর্বশেষ - মহানগর