11 September 2024, 09:45:01 PM, অনলাইন সংস্করণ

আগারগাঁওয়ে বেতার ভবনের সামনে বাসে আগুন

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

আগারগাঁওয়ে বেতার ভবনের সামনে বাসে আগুন

রাজধানীর আগারগাঁওয়ে বেতার ভবনের সামনে ভূঁইয়া পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার  রাত সোয়া ১১ টার দিকে বাসে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান গণমাধ্যমে জানান, রাত সোয়া ১১ টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে বেতার ভবনের সামনে দাঁড়িয়ে থাকা ভূঁইয়া পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে বলে খবর আসে। ঘটনাস্থলে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট পাঠানো হয়।

তবে কে বা কারা অগ্নিসংযোগ করেছে, কোনো যাত্রী হতাহত হয়েছেন কি না তাৎক্ষনিকভাবে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা সে তথ্য জানাতে পারেননি ।

  • সর্বশেষ - মহানগর