, ২৭ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

দুই বছর পর দলে ফিরেই নায়ক রাসেল

  স্পোর্টস ডেস্ক

  প্রকাশ : 

দুই বছর পর দলে ফিরেই নায়ক রাসেল

দুই বছর পর ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেই হলেন ম্যাচসেরা। ১৯ রানে তিন উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে করেছেন অপরাজিত ১৪ বলে ২৯ রান। তার দারুণ পারফরম্যান্সে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারাল ওয়েস্ট ইন্ডিজ।ব্রিজটাউনে ব্যাটিংয়ে নেমে ১৭১ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে চার উইকেট ও ১১ বল হাতে রেখেই জয়ের দেখা পায় ক্যারিবীয়রা।

ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত ছিল ইংল্যান্ডের। বিনা উইকেটে ৭৭ রান করে সফরকারীরা। ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ১০০ পার করে তারা। এরপর একের পর এক উইকেট হারায় ইংল্যান্ড। ১৯.৩ ওভারেই গুটিয়ে যায় ১৭১ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন ওপেনার পিল সল্ট। এ ছাড়া ৩১ বলে ৩৯ রান করেন অধিনায়ক জস বাটলার।

জবাবে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ১০ ওভারে তিন উইকেট হারিয়ে তোলে ৯৯ রান। শেষ ১০ ওভারে তাদের প্রয়োজন ছিল ৭২। পাওয়েল ও রাসেলের ২১ বলে ৪৯ রানের জুটিতে সেই প্রয়োজন সহজেই মেটায় ক্যারিবীয়রা। ১৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩১ রানে অপরাজিত থাকেন অধিনায়ক পাওয়েল। রাসেলের ২৯ রানের ইনিংসে ২টি করে চার ও ছক্কা।

  • সর্বশেষ - খেলাধুলা