15 February 2025, 03:24:15 AM, অনলাইন সংস্করণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
16px

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। শুক্রবার সকাল থেকেই কাঁচপুর ব্রিজ থেকে শুরু করে দাউদকান্দি, কুমিল্লা, ইলিয়টগঞ্জ রুটে ভয়াবহ যানজট দেখা যায়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনদিনের ছুটিতে ঘরমুখো মানুষের চাপ ও অতিরিক্ত যানবাহনের কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন চালকরা। এ ছাড়া নির্বাচনের কারণে ট্রাক-লরি চলাচলে বিধিনিষেধ থাকায় আজ ট্রাক লরির চাপ বেশি।

ভুক্তভোগী যাত্রীরা জানান, একদিকে নির্বাচন অন্যদিকে হরতাল। এ ছাড়া দুইদিন বন্ধ থাকায় ঘরমুখো মানুষের চাপ ও অতিরিক্ত যানবাহনের পাশাপাশি প্রাইভেট যানবাহনের কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে।

  • সর্বশেষ - মহানগর