, ২১ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

বাদশাহর পুত্র হাজতে, যেমন কাটছে জীবন

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

বাদশাহর পুত্র হাজতে, যেমন কাটছে জীবন

মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদতরীতে মাদক-পার্টিতে অংশ নিয়েছিলেন শাহরুখপুত্র আরিয়ান খান। সেখান থেকে ৩ অক্টোবর তাকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

তারকাপুত্র বলে এনসিবির কাছে কোনো ছাড় পেলেন না আরিয়ান। তাকে ৭ অক্টোবর পর্যন্ত রিমান্ডে নেয়া হয়েছে।

এনসিবির হেফাজতে অন্যান্য অভিযুক্তদের মতোই তাকে রাখা হয়েছে। কোনো ক্ষেত্রেই স্পেশাল ট্রিটমেন্ট পাচ্ছেন না তিনি। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, এনসিবির মেসে তৈরি খাবারই খাচ্ছেন আরিয়ান।

বাড়ি থেকে খাবার আনার অনুমতি এখনও মেলেনি। তাই অন্য অভিযুক্তদের সঙ্গে মেসের সাধারণ খাবারই খেতে হচ্ছে বলিউডের বাদশাহপুত্রকে।

জিজ্ঞাসাবাদের সময় কাগজের থালায় স্থানীয় এক রেস্তরাঁয় তৈরি লুচি, তরকারি এবং বিরিয়ানিও খেতে দেওয়া হয়েছিল আরিয়ানকে। ৭অক্টোবর পর্যন্ত নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হেফাজতে থাকতে হবে তাকে।

আরিয়ানের দুই সঙ্গী আরবাজ শেঠ মার্চেন্ট ও মুনমুন ধামেচার ক্ষেত্রেও একই নির্দেশ দিয়েছে মুম্বাইয়ের এসপ্ল্যানেড কোর্ট।

শাহরুখপুত্রের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৭, ৮সি-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়। সোমবার আদালতে তোলার আগে তিনজনের মেডিক্যাল পরীক্ষাও করা হয়।

এদিকে ঘটনার পর থেকেই দুইভাগে সোশ্যাল মিডিয়া। এক পক্ষ শাহরুখ খানের সমালোচনা করছে, অন্য পক্ষ বলিউড বাদশাহর পাশে দাঁড়িয়েছে।

  • সর্বশেষ - বিনোদন