, ২১ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

ইনস্টাগ্রামে দেশ–বিদেশের তারকারা

  অনলাইন ডেস্ক

  প্রকাশ : 

ইনস্টাগ্রামে দেশ–বিদেশের তারকারা
বিনোদনজগতের তারকারা প্রতিদিন ইনস্টাগ্রাম ও ফেসবুকে নিজেদের ছবি পোস্ট করে নানা খবর জানান। এর মধ্য দিয়ে তাঁরা ভক্তদের আরও কাছে পৌঁছাতে চান। ভক্ত আর অনুসারীরাও সেসব ছবি দেখে আপ্লুত হন। ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে দেশি-বিদেশি তেমনই কিছু তারকার ছবি ও তথ্য দেওয়া হলো এখানে।

আজ অভিনয়শিল্পী ও রাজনৈতিক ব্যক্তিত্ব মিমি চক্রবর্তীর ৩১তম জন্মদিন। এ উপলক্ষে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই ছবিটি পোস্ট করে জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা।অস্কার অনুষ্ঠানের আগে সালমা হায়েক খাইয়ে দিচ্ছেন পেনেলোপ ক্রুজকে।অস্কার অনুষ্ঠানের আগে সালমা হায়েক খাইয়ে দিচ্ছেন পেনেলোপ ক্রুজকে।মা হয়েছেন কালকি কেকল্যাঁ। শুক্রবার রাতে ‘ওয়াটার বার্থিং’ পদ্ধতিতে কন‌্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি।মা হয়েছেন কালকি কেকল্যাঁ। শুক্রবার রাতে ‘ওয়াটার বার্থিং’ পদ্ধতিতে কন‌্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি।প্রথমটি ৮৯ কেজি ও পরেরটি ৬৩ কেজি ওজনের সানিয়া মীর্জা।প্রথমটি ৮৯ কেজি ও পরেরটি ৬৩ কেজি ওজনের সানিয়া মীর্জা।সেরা অভিনেতা হিসেবে অস্কার জয়ের পর পরিচালক টড ফিলিপসের সঙ্গে ‘জোকার’ হোয়াকিন ফিনিক্স।সেরা অভিনেতা হিসেবে অস্কার জয়ের পর পরিচালক টড ফিলিপসের সঙ্গে ‘জোকার’ হোয়াকিন ফিনিক্স।বোনের সঙ্গে জাহ্নবী।বোনের সঙ্গে জাহ্নবী।সানি লিওনির পর এবার পরিণীতি চোপড়া জনসম্মুখে মাস্ক পরা ছবি শেয়ার করছেন। করোনাভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করতে এই আয়োজন।সানি লিওনির পর এবার পরিণীতি চোপড়া জনসমক্ষে মাস্ক পরা ছবি শেয়ার করছেন। করোনাভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করতে এই আয়োজন।মিমির জন্মদিনে এই ছবিটি শেয়ার করে আরেক অভিনয়শিল্পী ও রাজনীতিবিদ নুসরাত লিখেছেন, ‘আমরা একসঙ্গে পর্দা ভাগ করি। একসঙ্গে গল্প করি, ভয় পাই এমনকি একসঙ্গে ট্রলডও হলো। জীবনভর এমনই থেকো সখী। জন্মদিনের শুভেচ্ছা।’মিমির জন্মদিনে এই ছবিটি শেয়ার করে আরেক অভিনয়শিল্পী ও রাজনীতিবিদ নুসরাত লিখেছেন, ‘আমরা একসঙ্গে পর্দা ভাগ করি। একসঙ্গে গল্প করি, ভয় পাই এমনকি একসঙ্গে ট্রলডও হলো। জীবনভর এমনই থেকো সখী। জন্মদিনের শুভেচ্ছা।’দেয়ালে আঁকা মোশাররফ করিম।দেয়ালে আঁকা মোশাররফ করিম।অস্কারের ৯২ বছরের ইতিহাসে এবারই প্রথম কোনো ভিনদেশি ভাষায় নির্মিত চলচ্চিত্র ‘প্যারাসাইট’ জিতে নিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগের পুরস্কারগুলো। শেষ হাসিটা হাসলেন দক্ষিণ কোরীয় নির্মাতা বং জুন-হো। সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র ও সেরা চিত্রনাট্য এই চারটি বিভাগে জয়ীর নাম একই, ‘প্যারাসাইট’।অস্কারের ৯২ বছরের ইতিহাসে এবারই প্রথম কোনো ভিনদেশি ভাষায় নির্মিত চলচ্চিত্র ‘প্যারাসাইট’ জিতে নিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগের পুরস্কারগুলো। শেষ হাসিটা হাসলেন দক্ষিণ কোরীয় নির্মাতা বং জুন-হো। সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র ও সেরা চিত্রনাট্য—এই চারটি বিভাগে জয়ীর নাম একই, ‘প্যারাসাইট’।

  • সর্বশেষ - বিনোদন