, ২১ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

লকডাউনে চমক দিলেন শুভ-ঋতুপর্ণা

  বিনোদন ডেস্ক

  প্রকাশ : 

লকডাউনে চমক দিলেন শুভ-ঋতুপর্ণা

চারদিকে শুধু করোনায় আক্রান্তের খবর। প্রতিদিন মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। বিষণ্ণতায় ঢেকে আছে মন-প্রাণ।

এমনি সময় চমকে ভরা এক সুখবর পেলেন আরিফিন শুভ ও ঋতুপর্ণা সেনগুপ্তের ভক্তরা। দুই বাংলার দুই তারকা জুটি হয়ে কাজ করেছিলেন 'আহারে' সিনেমায়। সেই সিনেমা দিয়েই এলো সুখবর।

জানা গেল, এশিয়াতে যে কয়টি ছবি খাবারের বিষয়ে বানানো হয়েছে তার একটা সেরার তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে সেরা ২৫ এর মধ্যে জায়গা করে নিয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত প্রযোজিত 'আহারে'।

খুব জনপ্রিয় পত্রিকা 'এশিয়ান মুভি পালস' এই ২৫টি খাদ্য বিষয়ক ছবির সেরার তালিকা বের করেছে। এই পত্রিকায় জাপানি, চিনা, কোরিয়ান, তাইওয়ানি, থাইয়ের মতন দেশের ছবি নিয়ে সমালোচনা ও আলোচনা হয়ে থাকে।

এই বিশেষ সম্মানের খবর পেতেই ঋতুপর্ণা জানান 'সময়টা খুবই খারাপ এই দারুন খবরের জন্য। তবুও ভাল এই খবরটা ভাগ করে নিতে চাই আমার দর্শকদের সঙ্গে। 'আহারে' ছবিটা বানিয়ে বিভিন্ন দেশ ও ফিল্ম ফেস্টিভ্যালে পাঠাই। সব জায়গায় এই ছবি সমাদৃত হয়েছে। এবারে সেরা ২৫ খাদ্য বিষয়ক এশিয়ান ফিল্মের তালিকাতেও জায়গা করে নিলো।'

অভিনেত্রী তার ছবির সাফল্যের জন্য পরিচালক রঞ্জন ঘোষকে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি আরও বলেন, 'খাবার আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং খাবারকে আমাদেরর সকলের সম্মান করা উচিত।'

  • সর্বশেষ - বিনোদন