, ২২ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

যেসব কারণে নৌপথে দুর্ঘটনা ঘটে

  ফিচার ডেস্ক

  প্রকাশ : 

যেসব কারণে নৌপথে দুর্ঘটনা ঘটে

যাতায়াতে সবচেয়ে নিরাপদ ও আরামদায়ক পথটি এখন যেন আতঙ্কের হয়ে উঠছে। একের পর এক ঘটছেই লঞ্চ দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় ঘটছে শত শত প্রাণহানী। তবুও লঞ্চডুবি রোধে নেওয়া হচ্ছে না কার্যকর ব্যবস্থা। এগুলো শুধু প্রাকৃতিক দুর্ঘটনা নয়। এর পেছনে রয়েছে অনেক কারণ। আসুন জেনে নেই কারণগুলো সম্পর্কে—

নৌদুর্ঘটনার কারণ: বিভিন্ন সংস্থার জরিপে নৌদুর্ঘটনার গুরুত্বপূর্ণ কিছু কারণ চিহ্নিত হয়েছে। কারণগুলো হলো—

১. লঞ্চের নকশাজনিত ত্রুটি
২. লঞ্চ চালকের অদক্ষতা
৩. মাস্টার-সুকানির গাফিলতি
৪. ধারণ ক্ষমতার দ্বিগুণ-তিনগুণ যাত্রী বহন করা
৫. নিরাপত্তা আইন অমান্য করা
৬. বাতি বা সার্চলাইট না থাকা
৭. চলার পথে দুই লঞ্চের মধ্যে প্রতিযোগিতা
৮. বেপরোয়া চালানো

jagonews24

৯. আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে না জানা
১০. পর্যাপ্ত লাইফবয়া না থাকা
১১. লঞ্চে ‘কার্বন-ডাই-অক্সাইড সিলিন্ডার’ না রাখা
১২. লঞ্চের কারিগরি ত্রুটি
১৩. ফিটনেস না থাকা
১৪. উৎসবকালীন সম্ভাব্য দুর্ঘটনার জন্য পূর্বপ্রস্তুতি না থাকা
১৫. সতর্কতামূলক চিহ্ন ছাড়া মাছ ধরার জাল পেতে রাখা।

  • সর্বশেষ - ফিচার