, ১৪ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

জাতীয় গণহত্যা দিবস আজ

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

জাতীয় গণহত্যা দিবস আজ

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই বিশেষ আয়োজন আজকের এই দিনে।

২৫ মার্চ ২০২২, শুক্রবার। ১১ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা
১৫৮৬- সম্রাট আকবরের সভাকবি বীরবল নিহত হন।
১৯৬৯- পাকিস্তানের একনায়ক আইয়ুব খান ক্ষমতাচ্যুত হন এবং ইয়াহিয়ার নেতৃত্বে নতুন সামরিক শাসন জারি হয়।
১৯৭১- পাকিস্তানি সেনাবাহিনী ঢাকাসহ সারা বাংলাদেশে বাঙালির উপর আক্রমণ শুরু করে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়।
১৯৭১- শিক্ষাবিদ ও দার্শনিক গোবিন্দচন্দ্র দেব পাক হানাদার বাহিনীর হাতে নিহত হন।
১৯৭২- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় জ্যামাইকা।

জন্ম
১৯১৪- আমেরিকান কৃষি বিজ্ঞানী, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নরম্যান বোরলাউগ।
১৯১৯- রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত ভ্রমণকাহিনি লেখক সুবোধকুমার চক্রবর্তী।
১৯২৫- বাঙালি ঔপন্যাসিক ও প্রাবন্ধিক গুণময় মান্না।
১৯৪৮- ভারতের অন্যতম চলচ্চিত্র অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক ফারুক শেখ।

মৃত্যু
১৮০১- জার্মান কবি ও লেখক নোভালিশ।
১৯১৪- নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি কবি ও সাহিত্যিক ফ্রেডেরিক মিস্ত্রাল।
২০১০- ভারতীয় বাঙালি আলোকচিত্রী নিমাই ঘোষ।

দিবস
গণহত্যা দিবস, বাংলাদেশ।

  • সর্বশেষ - ফিচার