, ২০ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

শত্রুতা ভুলে ঋষি কাপুরের কাছে ক্ষমা চাইলেন সালমান

  বিনোদন ডেস্ক

  প্রকাশ : 

শত্রুতা ভুলে ঋষি কাপুরের কাছে ক্ষমা চাইলেন সালমান

কাপুর পরিবারের সঙ্গে বেশ কয়েকবার দ্বন্দ্বে জড়িয়েছে বলিউড সুপারস্টার সালমান খান। শত্রুতা ভুলে কখনো মিলে গেছেন। আবারও নতুন করে ঝামেলা তৈরি হয়েছে । এভাবেই নানা জটিলতায় জড়ানো ছিলো ঋষি কাপুর ও সালমানের সম্পর্কে।


ঋষির কাপুরের মৃত্যুর সংবাদটা তাই একটু খানি বেশি নাড়া দিয়েছেন সাল্লু ভাইকে। এই নিজেকে আর ধরে রাখতে পারেননি তিনি। এই অভিনেতার প্রতি শোক জানিয়েছেন ও ক্ষমা চেয়েছেন সালমান।


ঋষি কাপুরের ছেলেকে রণবীর কাপুরকে একবার চড় মেরেছিলেন সালমান। যদিও পরে সবকিছু ঠিক করে ‘সাওয়ারিয়া’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তারা।


বছর দুয়েক আগে সোনম কাপুর ও আনন্দ আহুজার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের সময় স্ত্রী ও সন্তানকে নিয়ে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন সালমান খানের ছোট ভাই সোহেল খান। কিন্তু তাদের নাকি পাত্তাই দেননি সোনম। এর জন্য ঋষি কাপুরকে দায়ী করেছিলেন সালমান! এসব মনে রেখে লাভ নেই।


তাই ক্ষমা চেয়ে সালমান খান টুইটারে লিখেছেন, ‘শান্তিতে থাকুন চিন্টু স্যার। পেছনের সবকিছুর জন্য ক্ষমা করে দেবেন।’

  • সর্বশেষ - বিনোদন