, ২৬ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

ফিলিস্তিনে বর্বর গণহত্যা : গা শিউরে উঠছে বুবলীর

  বিনোদন ডেস্ক

  প্রকাশ : 

ফিলিস্তিনে বর্বর গণহত্যা : গা শিউরে উঠছে বুবলীর

আবারও উত্তপ্ত ফিলিস্তিনের মাটি। ইসরায়েলের হামলায় রক্তাক্ত মুসলিমদের প্রথম কেবলা আল আকসার ধারণভূমি। ঘটছে হতাহতের ঘটনা।

ইসরায়েলের বর্বরোচিত হামলায় প্রাণ হারিয়েছে অনেক শিশু। এ গণহত্যার প্রতিবাদ জানাচ্ছেন বিশ্বের নানা অঙ্গনের তারকারা। তারা সহমর্মিতা জানিয়েছেন ফিলিস্তিনিদের।

ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশি চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। তিনি আজ রোববার (১৬ মে) ফেসবুকে লিখেছেন, ‘করোনার এই সময় যখন মানবিকতা, মহানুভবতা, ভালোবাসা, মায়া-মমতার এক নতুন পৃথিবীর ইঙ্গিত দিচ্ছে ঠিক তখনই উল্টো এক চিত্র ফিলিস্তিনে! রমজান মাস এমনকি পবিত্র ঈদুল ফিতরের দিন দেশটিতে নারকীয় তাণ্ডব চালিয়েছে ইসরায়েল!'

'ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংসতা অতীতের বর্বরতাকে ছাড়িয়ে গেছে। দফায় দফায় বিমান হামলায় শিশুদের সারি সারি লাশ, মানুষের ক্ষতবিক্ষত রক্তাক্ত শরীর! উফ, ভাবতেই গা শিওরে ওঠে। নির্বিচারে হামলা চালিয়ে ইসরায়েলিরা হত্যা করছে ফিলিস্তিনিদের। যেন পৃথিবীর বুকে জবাবদিহিতা চাওয়ারও কেউ নেই!

এভাবে আর কত হামলা হলে বিশ্বনেতাদের ঘুম ভাঙবে? জাগবে বিশ্ববিবেক? কবে থামবে নারকীয় এই তাণ্ডব?'- যোগ করেন বুবলী।

শেষবেলায় তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, বন্ধ হোক গণহত্যা। জয় হোক মানবতার। তৈরি হোক ভালোবাসার পৃথিবী।

  • সর্বশেষ - বিনোদন