, ১৩ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

করোনা আতঙ্ক: স্টার সিনেপ্লেক্সে বিশেষ ব্যবস্থা

  অনলাইন ডেস্ক

  প্রকাশ : 

করোনা আতঙ্ক: স্টার সিনেপ্লেক্সে বিশেষ ব্যবস্থা
স্টার সিনেপ্লেক্স। ছবি: সংগৃহীত

করোনা আতঙ্ক বিশ্বের সর্বত্র। এর প্রভাব পড়েছে দেশের শোবিজ অঙ্গনেও। দেশে করোনা শনাক্তের পরই প্রেক্ষাগৃহ ও সিনেপ্লেক্সগুলোতে কমতে শুরু করেছে দর্শক।

তবে দেশে করোনা ভাইরাস প্রকোপের কারণে বিশেষ সাবধানতা অবলম্বন করলো স্টার সিনেপ্লেক্স।

মাল্টিপ্লেক্সটির ৩টি শাখাতেই দর্শকদের জন্য হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করেছে। এছাড়া নিজেদের স্টাফদের গ্লাভস ও মাস্ক ব্যবহারের উদ্যোগ নিয়েছে।

বিষয়টি প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, ‘দর্শকরাই আমাদের প্রতিষ্ঠানের প্রাণ। করোনা ভাইরাস নিয়ে তাই আমরা সচেতন। প্রতিটি প্রবেশপথে স্যানিটাইজার রাখা হয়েছে। এছাড়া কাউন্টারেও এটি রাখা আছে। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরিতে আমরা এ উদ্যোগ নিয়েছি। স্টার সিনেপ্লেক্স টিম নিরলসভাবে দর্শকদের এ যত্ন নিচ্ছে।’

‘দর্শকদের সঙ্গে সরাসরি বিভিন্ন কার্যক্রমে অংশ নেন এমন কর্মকর্তা ও কর্মচারীরা হ্যান্ড গ্লাভস ও মাস্ক ব্যবহার করছেন। এছাড়া আমাদের ১২ হলের প্রতিটিতে প্রত্যেক শোয়ের শুরু বা শেষে জীবাণুনাশক ব্যবহার করে চেয়ার ও হলরুম পরিষ্কার করা হচ্ছে।’

২০০২ সালে যাত্রা শুরু করা স্টার সিনেপ্লেক্স রাজধানীর বসুন্ধরা সিটি, জিগাতলার সীমান্ত সম্ভার ও মহাখালীর এসকেএস টাওয়ারে মাল্টিপ্লেক্স চালু করেছে। যার প্রতিটিতেই করোনা ভাইরাস প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • সর্বশেষ - আন্তর্জাতিক