, ১৯ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

অপকর্ম সরকারের চলমান প্রক্রিয়ায় পরিণত হয়েছে: ফখরুল

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

অপকর্ম সরকারের চলমান প্রক্রিয়ায় পরিণত হয়েছে: ফখরুল

অপকর্ম সরকারের চলমান প্রক্রিয়ায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের অব্যাহতভাবে গ্রেফতার ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দিয়ে কারাগারে নিক্ষেপের মাধ্যমে গোটা দেশকেই কারাগারে রূপান্তরিত করেছে সরকার।’

তিনি বলেন, ‘বর্তমান সময়ে করোনা মহামারির দুর্যোগ মুহূর্তেও এই গ্রেফতারের ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে। এ ধরনের অপকর্ম সরকারের চলমান প্রক্রিয়ায় পরিণত হয়েছে। ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম জামালকে গ্রেফতারের ঘটনা সেই চলমান প্রক্রিয়ারই অংশ।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমি রফিকুল ইসলাম জামালকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি করছি।’

  • সর্বশেষ - রাজনীতি