টাঙ্গাইল-৭ উপনির্বাচনে জাপার মনোনয়ন পেলেন জহির
প্রকাশ :

সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেনের মৃত্যুতে শূন্য হওয়া টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির।
রোববার (১২ ডিসেম্বর) জাপা চেয়ারম্যান জিএম কাদের আনুষ্ঠানিকভাবে জহিরের হাতে মনোনয়নপত্র তুলে দেন।
এসময় জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মো.০ শফিকুল ইসলাম সেন্টু, অ্যাড. মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান মো. আরিফুর রহমান খান ও দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান প্রমুখ।
আগামী বছরের ১৬ জানুয়ারি টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
টাঙ্গাইলের এ আসনের চারবারের সংসদ সদস্য একাব্বর হোসেন গত ১৬ নভেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।