11 September 2024, 11:32:46 PM, অনলাইন সংস্করণ

প্রার্থিতা বাতিলের মতো সিদ্ধান্ত এখনো হয়নি : ইসি আলমগীর

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

প্রার্থিতা বাতিলের মতো সিদ্ধান্ত এখনো হয়নি : ইসি আলমগীর

আচরণবিধি লঙ্ঘন নিয়ে প্রার্থীদের বিরুদ্ধে এখনো প্রার্থিতা বাতিলের মতো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। আজ রবিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কক্ষে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এই কথা জানান।

ইসি মো. আলমগীর বলেন, নির্বাচন অফিস থেকে সরাসরি শোকজ করি না। মাঠপর্যায়ে নির্বাচন অনুসন্ধান কমিটি শোকজ করে। কোনো কোনো ক্ষেত্রে কোথাও কোথাও আর্থিক জরিমানা করা হচ্ছে। প্রার্থিতা বাতিলের মতো এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। কোথাও কোথাও টুকটাক ঘটনা ঘটতে পারে।’

  • সর্বশেষ - ইলেকশন স্পেশাল