পাবনা-২ আসনে ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল
প্রকাশ :
ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণের কারণে দ্বাদশ সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে বিএনএম এর সংসদ সদস্য প্রার্থী সংগীত শিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।
রবিবার সকালে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই কালে জেলা রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামান ডলি সায়ন্তনীর মনোনয়ন ফরম বাতিল ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, সংগীত শিল্পী ডলি সায়ন্তনী প্রিমিয়ার ব্যাংকসহ কয়েকটি ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিয়েছেন। এই কার্ডগুলোর বিপরীতে নেয়া ঋণ খেলাপি রয়েছে বলে ব্যাংক গুলো থেকে তথ্য প্রমাণ এসেছে। এ কারণে নির্বাচনী প্রার্থী যাচাই বাছাই বিধিমালায় তার মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে তিনি প্রয়োজনীয় প্রমাণাদি উপস্থাপন করে আপিল করতে পারবেন।
এ বিষয়ে সংগীত শিল্পী ডলি সায়ন্তনী বলেন, আমার ক্রেডিট কার্ড এর বকেয়া পরিশোধ করা আছে। প্রয়োজনীয় প্রমাণাদি নিয়ে আপিল করবো। আশা করি এ বিষয়ে সঠিক বিচার পাবো।