, ১৪ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

বিশ্বকাপ আয়োজন: কাতারের খরচ কতো?

  স্পোর্টস ডেস্ক

  প্রকাশ : 

বিশ্বকাপ আয়োজন: কাতারের খরচ কতো?

বিশ্বের স্পোর্টস মেগা ইভেন্টগুলোর মধ্যে কাতার বিশ্বকাপ খরচের তালিকায় ওপরের দিকেই আছে। জানা গেছে এই বিশ্বকাপ আয়োজনে তেল সমৃদ্ধ দেশটি। ২২০ বিলিয়ন ডলার ব্যয় করেছে।

কাতার বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাওয়ার পর গেল ১২ বছরে এই খরচ করেছে কাতার। এরমধ্যে সবচেয়ে বেশি অর্থ গেছে অবকাঠামোগত নির্মাণে। 

জানা গেছে ১৯৬৪ থেকে ২০১৮ সাল পর্যন্ট ক্রীড়া জগতের ৩৬ বিগ ইভেন্টের মধ্যে কাতার বিশ্বকাপেই খরচ বেশি হয়েছে। এরমধ্যে সর্বোচ্চ ব্যয় হয়েছিল রাশিয়ার সোচি অলিম্পিকে, যার পরিমাণ ছিল ৫০ বিলিয়ন মার্কিন ডলার।

বিশ্বকাপ থেকে কাতারের কী পরিমাণ আয় হয়েছে তার নির্দিষ্টভাবে জানা না যায়নি। তবে বিশেষজ্ঞদের অনুমান খরচে কিয়দাংশও তুলতে পারেনি মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ এই দেশ।

  • সর্বশেষ - খেলাধুলা