14 September 2024, 08:52:43 PM, অনলাইন সংস্করণ

ফের গান গেয়ে আলোচনায় নুসরাত ফারিয়া

  বিনোদন ডেস্ক

  প্রকাশ : 

ফের গান গেয়ে আলোচনায় নুসরাত ফারিয়া

এবারের ঈদে নতুন কোনো সিনেমার খবরে ছিলেন না চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তবে ঈদে হতাশ করেননি ভক্তদের। মুক্তি দিয়েছেন নিজের নতুন একটি গান। ‘বুঝি না তো তাই’ শিরোনামের এই গানটির মিউজিক ভিডিও মুক্তির পরই বেশ সাড়া ফেলেছে দর্শক-শ্রোতাদের মাঝে। গানটি লিখেছেন বাঁধন ও ব্রিটিশ র‍্যাপার মুমজি স্ট্রেনজার। তিনি এই গানে ফারিয়ার সঙ্গে কণ্ঠও মিলিয়েছেন।

এসভিএফের ইউটিউব চ্যানেলে ‘বুঝি না তো তাই’ এপ্রিলের ২২ তারিখ সন্ধ্যায় মুক্তি দেওয়া হয়। মুক্তির পর থেকে গানটি ৩০ লাখের বেশি দর্শক দেখেছেন। মুমজি স্ট্রেনজারের সঙ্গে নুসরাতের এটাই প্রথম কাজ। মিউজিক ভিডিওতে তাদের দুজনের উপস্থিতি সবাইকেই মুগ্ধ করেছে। গানটিতে নুসরাতকে বেশ আবেদনময়ীরূপে দেখা যায়। এ গানের মাধ্যমে আবারও আলোচনায় এসেছেন নুসরাত ফারিয়া।

এদিকে, এসভিএভের নতুন সিনেমা ‘আবার বিবাহ অভিযান’-এ দেখা যাবে নুসরাত ফারিয়াকে। এতে নুসরাত ছাড়াও অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার, সৌরভ দাসসহ অনেকে। এ বছরের শেষের দিকে প্রেক্ষাগৃষেহ চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর বাইরেও দুই বাংলার একাধিক সিনেমায় দেখা যাবে ফারিয়াকে।

এর আগে, ২০১৮ সালে নুসরাত ফারিয়া কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। তার প্রথম গানের শিরোনাম ছিল ‘পটাকা’। এরপর ২০২০ সালে তিনি প্রকাশ করেন দ্বিতীয় একক গান ‘আমি চাই থাকতে’। সবশেষ ২০২১ সালে প্রকাশ পেয়েছিল তার একক গান ‘হাবিবি’। গানটি দর্শক-শ্রোতার মধ্যে বেশ সাড়া ফেলেছিল। এখন পর্যন্ত নুসরাতের প্রকাশিত সব গানচিত্রই বেশ প্রশংসা কুড়িয়েছে।

  • সর্বশেষ - বিনোদন