, ২৫ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

শেখ কামালের জন্মদিনে রোমে বাংলাদেশ দূতাবাসের কর্মসূচি

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

শেখ কামালের জন্মদিনে রোমে বাংলাদেশ দূতাবাসের কর্মসূচি

ইতালির রোমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৬তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ দূতাবাস।

শুক্রবার (৫ আগস্ট) বিকাল ৬টায় দূতাবাসের অভ্যর্থনা কক্ষে এ কর্মসূচি পালন করা হবে।

দূতাবাসের এক বিজ্ঞপ্তির মাধ্যমে অনুষ্ঠানে ইতালি, মন্টেনিগ্রো ও সার্বিয়াতে থাকা সব বাংলাদেশিদের অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় সময় বিকাল ৬টায় বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। এর ১০ মিনিট পর তার স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন ও এক মিনিট নীরবতা পালন। এরপর তার জীবন ভিত্তিক তথ্যচিত্র প্রদর্শন ‘শেখ কামাল’ এক কিংবদন্তির কথা।

পরে বিকাল ৭টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান বক্তব্য রাখবেন। সবশেষে বিশেষ দোয়া ও মোনাজাতের ব্যবস্থা করা হয়েছে।

  • সর্বশেষ - ফিচার