, ১৪ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

স্পেন বনাম জার্মানি: পরিসংখ্যানে কে এগিয়ে?

  স্পোর্টস ডেস্ক

  প্রকাশ : 

স্পেন বনাম জার্মানি: পরিসংখ্যানে কে এগিয়ে?

সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের লড়াই। এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে দুই বিশ্ব চ্যাম্পিয়নের একমাত্র লড়াই। গ্রুপ পর্বে সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ। ই গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে দুই দলই।স্পেনের লক্ষ্য, নকআউট পর্ব নিশ্চিত করা। জার্মানির লক্ষ্য, বিশ্বকাপে টিকে থাকা। প্রথম ম্যাচে স্পেন ৭-০ গোলে হারিয়েছে কোস্টারিকাকে। অন্যদিকে জাপানের কাছে ২-১ গোলে হেরেছে জার্মানরা।

সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়নের লড়াইটি দোহার আর বাইত স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ১টায়।

পরিসংখ্যান বলছে, মুখোমুখি লড়াইয়ে সব মিলিয়ে এখনও স্পেনের থেকে এগিয়ে রয়েছে জার্মানরা। দুই দল একে অপরের বিপক্ষে খেলেছে ২৫ ম্যাচ। জার্মানি জিতেছে ৯ বার, স্পেনের জয় ৮টি। বাকি ৮ ম্যাচ হয়েছে ড্র।

ফিফা র্যাংকিংয়ে আবার এগিয়ে স্পেন। স্প্যানিশদের র্যাংকিং ৭ আর জার্মানি আছে ১১ নম্বর অবস্থানে।

  • সর্বশেষ - খেলাধুলা