, ২১ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

কলেজের ক্লাস অনলাইনে নিতে নির্দেশ

  অনলাইন ডেস্ক

  প্রকাশ : 

কলেজের ক্লাস অনলাইনে নিতে নির্দেশ
অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে। ছবি: ফাইল, সংগৃহীত

করোনা ভাইরাসের কারণে বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। এমন অবস্থায় দেশের সকল কলেজের ক্লাস অনলাইনে নিতে অধ্যক্ষদের নির্দেশনা দিয়েছে সরকার।

শনিবার এক আদেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এই নির্দেশনা দেয়।

মাউশি মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত আদেশে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস দূরশিক্ষণ পদ্ধতিতে চালু রয়েছে।

এর পাশাপাশি কয়েকটি কলেজের অধ্যক্ষরা নিজস্ব উদ্যোগে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। এতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে ও উপকৃত হচ্ছে।

এমতাবস্থায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিজ নিজ কলেজের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য অনুরোধ করা হলো।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরপর থেকে প্রাথমিক ও মাধ্যমিকের ক্লাস সংসদ টিভির মাধ্যমে নেওয়া হয়।

  • সর্বশেষ - আলোচিত খবর