, ১৪ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

ভেতরে চলছে ভোট, বাইরে উৎসবমুখর পরিবেশ

  স্পোর্টস ডেস্ক

  প্রকাশ : 

ভেতরে চলছে ভোট, বাইরে উৎসবমুখর পরিবেশ

বিশেষ সাধারণ সভা শেষে বেলা ২টা থেকে চলছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বহুল প্রতীক্ষিত নির্বাচনের ভোটগ্রহণ। বাফুফে নির্বাচন কেন্দ্র করে প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেল এখন উৎসবমুখর। বাফুফের ডেলিগেট, প্রার্থী ও ভোটারদের সঙ্গে উৎসুক মানুষ মিলে পাঁচতারকা হোটেলটি ফুটবল সংগঠকদের পদচারণায় মুখর।

নির্বাচন কমিশন, নির্বাচন সংশ্লিষ্ট কর্তাব্যক্তি ও ভোটাররা অবস্থান করছেন প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে। বাইরে শত শত উৎসুক মানুষ অপেক্ষমাণ।

সময় অতিক্রম করছে, সঙ্গে বাড়ছে প্রার্থীদের হৃদকম্পন। যেসব প্রার্থী ভোটার নন, নির্বাহী কমিটির সদস্যও নন তাদের ভেতরে যাওয়ারও অনুমতি নেই। যে কারণে কাজী মো. সালাউদ্দিনের অন্যতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম মানিক ভোটকেন্দ্রের বাইরে অবস্থান করেই কোনো কাউন্সিলর পেলে ভোট চাইছেন।

jagonews24

বাফুফের এ নির্বাচনে ৪৭ জন প্রার্থী। ভোটার ১৩৯ জন। তবে এজিএম ও নির্বাচনে ১৩৭ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। একজন কাউন্সিলর দেশের বাইরে, আরেকজন কাউন্সিলর কারাগারে থাকায় তারা উপস্থিত হতে পারেননি।

নির্বাহী কমিটি ২১ সদস্যের হলেও সবার দৃষ্টি সভাপতি পদ নিয়ে- কাজী মো. সালাউদ্দিন চতুর্থবারের মতো দেশের ফুটবলের শীর্ষ চেয়ারে বসছেন নাকি শফিকুল ইসলাম মানিক ও বাদল রায়ের মধ্যে কেউ একজন বিজয়ী হয়ে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন। ভোটকেন্দ্রের বাইরের মানুষের মধ্যে যত আলোচনা সেখানে সভাপতি পদ নিয়েই সবচেয়ে বেশি।

সভাপতি পদে তিনজন প্রার্থী হলেও দ্বিমুখী লড়াই হচ্ছে সিনিয়র সহ-সভাপতি পদে। সাবেক দুই তারকা ফুটবলার আবদুস সালাম মুর্শেদী ও শেখ মোহাম্মদ আসলাম বাফুফের দ্বিতীয় শীর্ষ চেয়ারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।

  • সর্বশেষ - খেলাধুলা