, ২০ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

পাঁচ দশকে বাংলাদেশের অর্জন বিস্ময়কর: সোনিয়া গান্ধী

  আন্তর্জাতিক ডেস্ক

  প্রকাশ : 

পাঁচ দশকে বাংলাদেশের অর্জন বিস্ময়কর: সোনিয়া গান্ধী

শেখ হাসিনার মেয়াদকালে দেশে উন্নয়ন হয়েছে তা সবারই জানা। শেখ হাসিনা উজান স্রোতে নৌকা ঠেলে বাংলাদেশকে বিশ্বদরবারে একটি নতুন পরিচয় দিয়েছেন, যাকে বলে আইডেন্টিটি।


স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ভারতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী ভিডিও বার্তায় বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের মূল ভিত্তি।


বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী উভয় দেশের মধ্যে সম্মান ও গভীর বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করেছিলেন। গত পাঁচ দশকে আর্থসামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাংলাদেশের অর্জন বিস্ময়কর।

  • সর্বশেষ - আলোচিত খবর