, ২০ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

দেশের প্রথম নারী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক সুরাইয়া খাতুন, বদলি ময়মনসিংহ বিভাগে

  শাহ মোহাম্মদ রনি

  প্রকাশ : 

দেশের প্রথম নারী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক সুরাইয়া খাতুন, বদলি ময়মনসিংহ বিভাগে

খাদ্য অধিদপ্তরে প্রথম নারী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের (আরসি ফুড) দায়িত্ব পেলেন সুরাইয়া খাতুন। ময়মনসিংহ বিভাগের প্রথম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক হিসেবে তাকে বদলি করা হয়েছে। এতে বর্তমান সরকার নারীর মূল্যায়নে বিশ্বাসী এবং ‘নারীর জয়ে সবার জয়’ কথাটি আবারও প্রমাণিত হলো। সুরাইয়া খাতুন এর আগে খাদ্য অধিদপ্তরে প্রশাসন বিভাগে অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) ছিলেন। খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ মশিউর রহমান খান আদেশক্রমে সম্প্রতি খাদ্য অধিদপ্তরের ৪ কর্মকর্তার বদলির আদেশ জারি করেন। সুরাইয়া খাতুন সোমবার পর্যন্ত নতুন কর্মস্থলে যোগ দেননি। আঞ্চলিক অফিস প্রস্তুত হওয়ার পরই তিনি যোগদান করবেন বলে সূত্র নিশ্চিত করেছে। এদিকে প্রথম নারী আরসি ফুডকে অভিনন্দন জানিয়েছেন খাদ্য বিভাগের বিভিন্ন সংগঠনের কেন্দ্রীয়, বিভাগীয় এবং জেলা কমিটির নেতারা। অভিন্ন বক্তব্যে নেতারা বলেন, আরসি ফুড সুরাইয়া খাতুন আমাদের সকলের আস্থার প্রতীক। তিনি খাদ্য বিভাগকে এগিয়ে নিয়ে যাবেন। ময়মনসিংহ আঞ্চলিক অফিস থেকে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুর জেলা নিয়ন্ত্রিত হবে। আপাতত ময়মনসিংহ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে পরিচালিত হবে আরসি ফুড অফিসের কার্যক্রম। আগামী বুধবারের মধ্যে কর্মচারীরা নতুন কার্যালয়ে যোগদান করবেন বলে সূত্র জানিয়েছে।


ময়মনসিংহ বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের কার্যক্রম চালু হলে দুর্ভোগ থেকে রক্ষা পাবেন ৪ জেলার খাদ্য বিভাগের বিপুল সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী। এই ৪ জেলা আগে ঢাকা বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের অধীনে ছিলো। খাদ্য কর্মকর্তা ও কর্মচারীরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাজধানীর পুরান ঢাকার পোস্তগোলায় আরসি ফুড অফিসে গিয়ে প্রয়োজনীয় কাজ সাড়তেন। দীর্ঘ পথ ও যানজটের কারণে চরম দুর্ভোগ পোহাতেন ৪ জেলার কর্মকর্তা ও কর্মচারীরা। ময়মনসিংহ আরসি ফুড অফিস চালু হওয়ার খবরে মাঠ পর্যায়ের খাদ্য কর্মকর্তা ও কর্মচারীরা প্রাণ ফিরে পেয়েছেন। সূত্র মতে, খাদ্য অধিদপ্তরের প্রথম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক সুরাইয়া খাতুন ২২ তম বিসিএস (খাদ্য) কর্মকর্তা। সূত্র মতে, সুরাইয়া খাতুন ২০০৩ সালের ১০ ডিসেম্বর ময়মনসিংহ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে সহকারী খাদ্য নিয়ন্ত্রক পদে যোগদান করেন। পরে তিনি অত্যন্ত দক্ষতার সাথে নরসিংদী, জামালপুর, গাজীপুর ও নেত্রকোনায় জেলা খাদ্য নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন। দক্ষতার কারণে পরে তাকে খাদ্য অধিদপ্তরে প্রশাসন বিভাগে অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) এর দায়িত্ব দেওয়া হয়েছিলো। সুরাইয়া খাতুন জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং জামালপুর আশেক মাহমুদ সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে তিনি বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে চাকরিতে যোগদান করেন।

সম্পাদনায়: নাসিমুল গনি ইশরাক

  • সর্বশেষ - আলোচিত খবর