, ১৪ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

কোপার ফাইনালে আর্জেন্টিনাকে এগিয়ে রাখলেন সালাউদ্দিন

  স্পোর্টস ডেস্ক

  প্রকাশ : 

কোপার ফাইনালে আর্জেন্টিনাকে এগিয়ে রাখলেন সালাউদ্দিন

নিঃসন্দেহে ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। ৯০ মিনিটের এই খেলায় খেলোয়াড় এবং দর্শকদের মধ্যে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর খেলা মানেই রেকর্ড ভাঙ্গার প্রতিযোগিতা। একজন খেলোয়াড়ের রেকর্ড আরেক খেলোয়াড় ভেঙ্গে দিয়ে নতুন রেকর্ড গড়বে, সৃষ্টি করবে নতুন এক ইতিহাস।

ইউরোর ফাইনালে নিজের পছন্দের দলের নাম এড়িয়ে গেছেন কাজী মো. সালাউদ্দিন। যদিও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কোপা আমেরিকা কাদের জয়ী হিসেবে দেখতে চান সেই দলটির নাম ঠিকই জানিয়ে দিয়েছেন।

শনিবার (১০ জুলাই) রাজধানীর মতিঝিলের ফেডারেশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন দেশের ফুটবলের অভিভাবক।

ফুটবল জ্বরে আক্রান্ত বাংলাদেশের ক্রীড়া প্রেমীরা। বিষয়টি নিয়ে সালাউদ্দিনের কাছে মন্তব্য জানতে চাওয়া হয়েছিল।

জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশে যে উন্মাদনা সেটার ফুর্তি আমার থেকে বেশি কেউ করেনি। আমাদের সময় মোহামেডান-আবাহনীর জন্য সারা শহরে পতাকা উড়তো। এটাই আমার খেলোয়াড়দের জন্য শিক্ষা। তোমরা যদি ঠিক মতো খেলো, তাহলে আমাদের দেশে থাকা প্রেমটা তোমাদের নিতে হবে। আমি ফেডারেশন থেকে নিতে পারবো না। আমি খেলা আয়োজন করতে পারবো। খেলতে হবে তোমাদের। খেললে এমন উন্মাদনা আসবে। আমাদের সময় আমরা আনতে পেরেছিলাম। আপনারা দেখছেন কি না জানি না। সারা শহরে পতাকা থাকত। এটাই তরুণদের জন্য শিক্ষা। আমদের দেশে এটা আছে। কেনো নিতে পারছি না।’

কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা-ব্রাজিল। মেসি-নেইমারের দ্বৈরথে কাকে এগিয়ে রাখছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ ও সাবেক অধিনায়ক।

‘দুইটা দলই ক্ষুধার্ত। এটা হয়তো মেসির জন্য শেষ ফাইনাল। তিনি ভাইটাল ফ্যাক্টর। আমি ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচে আর্জেন্টিনার পক্ষই নিচ্ছি। এই দলে মেসি-ডি মারিয়া আছেন। তারা হচ্ছে গেম চেঞ্জার। খেলা গোলশূন্য অবস্থায় ফ্রি কিক থেকে গোল এনে দিতে পারে।’

ইতালি-ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে কার পক্ষ নিচ্ছেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় তারকা?

সালাউদ্দিন বলেন, ‘ইংল্যান্ডের পক্ষে বললে বাসায় মেরে ফেলবে। আমার বাসায় আগে ইতালির সমর্থক ছিল। পরে জার্মানির পক্ষ নেয়। এখন ইতালির প্রতিই তাদের সমর্থন। এই দলটি অসাধারণ ফুটবল খেলছে। অন্যদিকে ইংল্যান্ডের সাইডবেঞ্চও অনেক শক্তিশালী।’
  • সর্বশেষ - খেলাধুলা