, ২০ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

সব ধরনের প্রাণিখাদ্যের দাম কমবে

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

সব ধরনের প্রাণিখাদ্যের দাম কমবে

২০২২-২৩ অর্থবছরের বাজেটে পোল্ট্রি, মৎস্য ও গোখাদ্য প্রস্তুতে কাঁচামালের আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। এতে প্রাণিখাদ্যের দাম কমতে পারে।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, দেশীয় পোল্ট্রি শিল্পের খাবার প্রস্তুতে হোয়াইট গ্লুটেন ব্যবহার হয়। বর্তমানে উক্ত পণ্যের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক রয়েছে। এবার বাজেটে এই পণ্যের আমদানি শুল্ক কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

এছাড়া গোখাদ্য তৈরিতে সুগারকেইন মোলাসেসের চাহিদা রয়েছে। তাই গোখাদ্যের উৎপাদন ব্যয় কমাতে ওই পণ্যের ওপর আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

পাশাপাশি মৎস্য, পোল্ট্রি ও ডেইরি খাতের খাদ্যসামগ্রী ও নানা উপকরণ আমদানিতে বিগত সময়ে প্রদত্ত শূন্য শুল্কহার এবং অন্যান্য হারে রেয়াতি সুবিধা অব্যাহত রাখার প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে।

পাশাপাশি তিনটি নতুন উপকরণ পোল্ট্রিতে ব্যবহৃত টেস্ট কিট, মোলাসেস ফুড গ্রেড, ক্যান মোলাসেস ফুড গ্রেডের ক্ষেত্রে রেয়াতি সুবিধা সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছে।

  • সর্বশেষ - অর্থ-বাণিজ্য