, ২০ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

সরকারি ইনজেকশন বিক্রির চেষ্টা: ফার্মাসিস্ট কারাগারে

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

সরকারি ইনজেকশন বিক্রির চেষ্টা: ফার্মাসিস্ট কারাগারে

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে সরকারি ইনজেকশন বিক্রির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ফার্মাসিস্ট ইসমাইল হোসেনকে (৩৪) কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ জুন) শাহবাগ থানা পুলিশ ইসমাইল হোসেনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শাহবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক নিজাম উদ্দিন ফকির এসব তথ্য জানিয়েছেন।

এর আগে সোমবার হাসপাতালের বহির্বিভাগের মেডিসিন স্টোরের সামনে থেকে ইসমাইল হোসেনকে
আটক করে র‌্যাব। ইসমাইলের কাছ থেকে প্রায় ২০০টি ইনজেকশন জব্দ করা হয়েছে। এগুলোর আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা। এ ঘটনায় হাসপাতালের পক্ষ থেকে ওয়ার্ডমাস্টার বাশার বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন।

জানা যায়, ইসমাইলের গ্রামের বাড়ি সিরাজগঞ্জে। বাবার নাম আবদুল কুদ্দুস মোল্লা। ইসমাইল ঢামেক হাসপাতালের তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ক্রীড়া সম্পাদক। তিনি বহির্বিভাগের ঔষধাগারের ইনজেকশন বিভাগের দায়িত্বে ছিলেন।

  • সর্বশেষ - অন্যান্য