, ২১ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

‘কোনো অবস্থাতেই মানুষকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করা যাবে না’

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

‘কোনো অবস্থাতেই মানুষকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করা যাবে না’

চট্টগ্রামের জেলা জজ আজিজ আহমেদ ভূঁইয়া বলেছেন, দেশের মানুষ ন্যায়বিচার পাওয়ার অধিকার রাখেন। আর এই অধিকার রক্ষায় আইনজীবীগণ ভ্যানগার্ডের ভূমিকা পালন করে আসছে। সরকার নিয়োজিত আইনকর্মকর্তারা রাষ্ট্রের পক্ষে ভূমিকা রাখেন। তবে তা যৌক্তিক ও আইনসম্মত হতে হবে। কোনো অবস্থাতেই দেশের জনগোষ্ঠীকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করা যাবে না। এদিকে বেঞ্চ এবং বারকে নজর রাখতে হবে।

সোমবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পিপির সংস্কারকৃত কার্যালয় উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম কামরুন্নাহার রুমী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বার কাউন্সিল সদস্য অ্যাডভোকেট বদরুল আনোয়ার, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু মোহাম্মদ হাসেম, সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়া উদ্দিন। জেলা জিপি নাজমুল আহসান খান আলমগীর, মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী। 

সভা শেষে জেলা জজ সরকারি আইন কর্মকর্তাদের মধ্যে আইডিকার্ড বিতরণ ও জেলা পিপির ব্যক্তিগত পক্ষ থেকে এজলাস সমূহে চেয়ার বিতরণ করা হয়।

  • সর্বশেষ - অন্যান্য