, ২১ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

আইডি কার্ড ছাড়া ঢাকায় আসতে পারবেন না পোশাক শ্রমিকরা

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

আইডি কার্ড ছাড়া ঢাকায় আসতে পারবেন না পোশাক শ্রমিকরা

কাজের জন্য পোশাক শ্রমিকদের ঢাকায় প্রবে‌শ করতে হলে অবশ্যই ফ্যাক্টরি আইডি কার্ড সঙ্গে রাখতে হবে।


শ‌নিবার (২ মে) কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর এ-সংক্রান্ত নির্দেশনা জা‌রি করেছে।


এতে বলা হয়েছে, কোনো শ্রমিককে কারখানার কাজের জন্য ঢাকায় আসার প্রয়োজন হলে তাকে অবশ্যই ফ্যাক্টরি আইডি কার্ড সাথে বহন করতে হবে এবং সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষকে প্রদর্শন করতে হবে। অন্যথায় ঢাকায় তাদের প্রবেশের অনুমতি প্রদান করা যাবে না।


উল্লেখ্য, ইতোমধ্যে ঢাকার বাইরে অথবা দূর-দূরান্ত থেকে পোশাক শ্রমিকদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকায় আগমনে মালিক কর্তৃপক্ষের নির্দেশ করা হয়েছে।

  • সর্বশেষ - অর্থ-বাণিজ্য