, ১৪ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

বেশিরভাগ প্রতিষ্ঠানের দরপতনেও বেড়েছে সূচক-লেনদেন

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

বেশিরভাগ প্রতিষ্ঠানের দরপতনেও বেড়েছে সূচক-লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার (৩১ আগস্ট) মূল্য সূচকের উত্থান হয়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে দুই বাজারেই লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে।


এ দিন লেনদেনের শুরুতেই ডিএসইতে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। ফলে লেনদেনের প্রথম ১৫ মিনিটেই ডিএসইর প্রধান সূচক ৭২ পয়েন্ট বেড়ে যায়। সেই সঙ্গে বড় অঙ্কের লেনদেনের আভাস পাওয়া যায়। লেনদেনের সময় দেড় ঘণ্টা পার হওয়ার আগেই ডিএসইতে ৫০০ কোটি টাকার উপরে লেনদেন হয়।


কিন্তু এরপরই ঘটে ছন্দপতন। লেনদেনে অংশ নেয়া একের পর এক প্রতিষ্ঠানের দরপতন হতে থাকে। সেই সঙ্গে কমতে থাকে লেনদেনের গতি। লেনদেনের শেষ ঘণ্টায় এসে বাজার এক প্রকার নিস্তেজ হয়ে যায়। এরপরও দিনের লেনদেন শেষে মূল্য সূচক ঊর্ধ্বমুখীই থেকেছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও।


দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৭৯ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ১৩২ পয়েন্টে অবস্থান করছে।


দিনের লেনদেন শেষে ডিএসইতে অংশ নেয়া ১১৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১৯১টি এবং ৪১টির দাম অপরিবর্তিত রয়েছে।


দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে এক হাজার ১৬৬ কোটি ৭৭ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৯০৭ কোটি ১৩ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ২৫৯ কোটি ৬৪ লাখ টাকা। পাশাপাশি ৬ কার্যদিবস পর ডিএসইতে আবার হাজার কোটি টাকার উপরে লেনদেন হলো।


টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার শেয়ার। কোম্পানিটির ১৩৯ কোটি ৮৫ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর লেনদেন হয়েছে ৭৪ কোটি ৭৪ লাখ টাকা। ৪৬ কোটি ২৫ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক।


এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- ডেল্টা ব্র্যাক হাউজিং, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ওরিয়ন ফার্মা, লাফার্জহোলসিম, গ্রামীণফোন, আইএফআইসি ব্যাংক এবং লংকাবাংলা ফাইন্যান্স।


অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ৪৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৩২ কোটি ৮৮ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১২২টির এবং ৪৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

  • সর্বশেষ - অর্থ-বাণিজ্য