, ১৮ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

করোনায় দেশে নতুন করে দরিদ্র হয়েছে দেড় কোটি মানুষ

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

করোনায় দেশে নতুন করে দরিদ্র হয়েছে দেড় কোটি মানুষ

চলমান কোভিড-১৯ মহামারিতে দেশে মোট শ্রমশক্তির তিন শতাংশেরও বেশি লোক কর্ম হারিয়েছেন এবং প্রায় দেড় কোটি লোক মহামারির প্রভাবে নতুন করে দরিদ্র হয়েছেন বলে এক গবেষণায় ওঠে এসেছে।

গতকাল শনিবার প্রকাশিত সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।

গবেষণায় দেখা গেছে, চাকরি হারানোদের মধ্যে ৬ দশমিক ৭ শতাংশ শহরাঞ্চলে অপ্রাতিষ্ঠানিক কর্মে নিয়োজিত ছিলেন এবং ২০২১ সাল শেষ হতে হতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সংখ্যক কর্মহীন হওয়ার সম্ভাবনা আছে। সিপিডি পরিচালিত গবেষণার পরিপ্রেক্ষিতে ‘কোভিডকালে শ্রমবাজার পুনরুদ্ধারে ট্রেড ইউনয়িনের ভূমিকা : কতিপয় প্রস্তাবনা’ শীর্ষক ভার্চুয়াল সংলাপে জানানো হয়, ২০২০ সালের মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে ৪ লাখ অভিবাসী শ্রমিক তাদের চাকরি হারিয়েছেন।

সিপিডি ও বাংলাদেশ শ্রম স্টাডিজের (বিআইএলএস) যৌথ উদ্যোগে আয়োজিত ভার্চুয়াল সংলাপে গবেষণার মূল তথ্য উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক খোন্দকার গোলাম মোয়াজ্জেম।

  • সর্বশেষ - আলোচিত খবর