, ২০ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

নন্দীগ্রাম জয় করে পায়ে হেঁটেই অফিসে ঢুকলেন মমতা

  আন্তর্জাতিক ডেস্ক

  প্রকাশ : 

নন্দীগ্রাম জয় করে পায়ে হেঁটেই অফিসে ঢুকলেন মমতা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নন্দীগ্রাম আসনে ১২০১ ভোটে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জয় নিশ্চিত হতেই বাড়ি থেকে বের হয়ে পায়ে হেঁটে অফিসে ঢুকেছেন তিনি।


এই আসনে ভোট গণনার শুরুতে এগিয়ে ছিলেন মমতার প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। বেশ অনেকটা সময় এগিয়ে ছিলেন তিনি।


আজ রবিবার (০২ এপ্রিল) পুরো পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চললেও বাড়তি নজর ছিল নন্দীগ্রামের দিকে। গোটা দেশই তাকিয়ে ছিল নন্দীগ্রামের ভোটের দিকে।


একাদশ রাউন্ডের শেষে ৩৩২৭ ভোটে এগিয়ে যান মমতা। দ্বাদশ রাউন্ডের শেষে ফের এগিয়ে যান শুভেন্দু। চতুর্দশ রাউন্ডের ভোট গণনার পর ২ হাজার ৩৩১ ভোটে আবার এগিয়ে যান মমতা। পরে ১৭তম রাউন্ডে এসে জয় নিশ্চিত


ভোট গণনায় ভারতীয় নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, তৃণমূল ২০৬ টি, বিজেপি ৮৩ টি, অন্যান্যরা পেয়েছেন ৩ টি আসন।

  • সর্বশেষ - ইলেকশন স্পেশাল