7 October 2024, 01:48:46 PM, অনলাইন সংস্করণ

শরিকদের মনোনয়নের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি : ওবায়দুল কাদের

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

শরিকদের মনোনয়নের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি : ওবায়দুল কাদের
16px

আওয়ামী লীগের শরিকদের মনোনয়ন সংক্রান্ত বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মনোনয়নের ব্যাপারে শরিকদের কথা এখনই আমরা ভাবছি না। যাদের জনপ্রিয়তা আছে তাদেরই মনোনয়ন দেওয়া হচ্ছে।

শনিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব কথা বলেন। জোটের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, জোটের বিষয়ে আমাদের এখনো সিদ্ধান্ত হয়নি। জোটের বিষয়টি তখনই আসে যখন আমাদের বিপরীতে বড় জোট হয়। তাছাড়া আমরা অহেতুক কেন জোট করব? প্রয়োজন না থাকলে তো জোট করার দরকার নেই। আর যাদের নিয়ে জোট করব- তাদের তো মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকবে হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নতুন পুরাতন মিলিয়েই আমরা মনোনয়ন দিচ্ছি। যেখানে পুরাতনরা জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে, সেখানে তো আমাদের নতুন করে ভাবতে হবে। যাতে আমরা ইলেকটেবল ক্যান্ডিডেট পাই। আমরা দেখব কাকে মনোনয়ন দিলে জনগণের কাছে অধিকতর গ্রহণযোগ্য হবে। তাকেই মনোনয়ন দেব।

  • সর্বশেষ - ইলেকশন স্পেশাল