, ২০ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

দেড় ঘণ্টায় লেনদেন সাড়ে ৭শ কোটি টাকা

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

দেড় ঘণ্টায় লেনদেন সাড়ে ৭শ কোটি টাকা

সূচকের ওঠানামার মাধ্যমে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) লেনদেন শুরু হয়েছে পুঁজিবাজারে। ব্যাংক-বিমার শেয়ার বিক্রির চাপে থাকলেও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারে ক্রেতাদের চাহিদা বেড়েছে। ফলে এ খাতের শেয়ারের দাম বেড়েছে।

তাতে লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় (সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ১৬ পয়েন্ট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৬৫ পয়েন্ট বেড়েছে। সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে লেনদেনে কিছুটা ধীরগতি দেখা দিয়েছে।

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার লেনদেনের প্রথম এক ঘণ্টা ৩০ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ৭ হাজার ২৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস দশমিক ৬৭ পয়েন্ট কমেছে তবে ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়েছে।

এ সময়ে ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৯৭টির, কমেছে ১২৮টির আর অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ারের দাম। আলোচিত সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭৭৫ কোটি তিন লাখ সাত হাজার টাকার শেয়ার। সাধারণত ঘণ্টায় লেনদেন হয় প্রায় আটশ কোটি টাকা। সেই হিসেবে লেনদেন কিছুটা কমেছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৬৫ পয়েন্ট বেড়ে ২১ হাজার ৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ২৩ কোটি ৩৫ লাখ ১১ হাজার টাকা।

  • সর্বশেষ - অর্থ-বাণিজ্য