, ২১ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

ময়মনসিংহ বিভাগে আরও ২১ জন করোনা ভাইরাসে আক্রান্ত

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

ময়মনসিংহ বিভাগে আরও ২১ জন করোনা ভাইরাসে আক্রান্ত

ময়মনসিংহ বিভাগে নতুন করে আরও ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (৯ মে) ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ চিত্ত রঞ্জন দেবনাথ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নতুন আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও এক স্টাফসহ দুইজন, গফরগাঁওয়ে পাঁচজন, হালুয়াঘাটে দুইজনসহ ময়মনসিংহ জেলায় ৯ জন, জামালপুরে দুই চিকিৎসকসহ ছয়জন ও শেরপুরে ছয়জন রয়েছেন। 

ময়মনসিংহের সিভিল সার্জন একেএম মসিউল আলম জানান, ময়মনসিংহ বিভাগে মোট আক্রান্ত ৪৩৭ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ২১৩ জন, জামালপুরে ১০৮ জন, নেত্রকোনায় ৭৪ এবং শেরপুর জেলায় ৪২ জন করোনা আক্রন্ত রোগী রয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ জন।

  • সর্বশেষ - মহানগর