, ২১ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে ৫১২৫ মসজিদে ঈদের জামাত

কিশোরগঞ্জে ৫১২৫ মসজিদে ঈদের জামাত

বর্তমান করোনা সংক্রমণের কারণে সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ঈদগাহ বা খোলা মাঠে এবার ঈদুল ফিতরের জামাতে নিষেধাজ্ঞা দিয়েছেন। মসজিদগুলোতে স্বাস্থ্যবিধি মেনে একাধিক জামাত আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছে। ফলে কিশোরগঞ্জের ১৩ উপজেলার কয়েকশ’ ঈদগায় এবার ঈদুল ফিতরের জামাত হচ্ছে না। জামাত হবে জেলার ৫ হাজার ১২৫টি মসজিদে। 


জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ফারুক আহমেদ জানিয়েছেন, ঈদগাহ বা খোলা মাঠের পরিবর্তে স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি মসজিদে প্রয়োজনে একাধিক ঈদ জামাত আয়োজনের জন্য ইতোমধ্যে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল মসজিদ পরিচালনা কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের এই নির্দেশনার কারণে এবারই প্রথম কিশোরগঞ্জের ২৭০ বছরের পুরনো ঐতিহাসিক শোলাকিয়া ঈদগায় উপমহাদেশের সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাত হচ্ছে না।


জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী জানান, সকাল ৮টায় প্রথম জামাত, ৯টায় দ্বিতীয় জামাত ও ১০টায় তৃতীয় জামাত অনুষ্ঠানের জন্য মসজিদগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে মুসল্লি সমাগম দেখে জামাত অনুষ্ঠানের সিদ্ধান্ত নেবে মসজিদ কমিটি।

  • সর্বশেষ - মহানগর