, ২০ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

ছাগলে শিম গাছ খাওয়াকে কেন্দ্র করে হামলায় নারীর মৃত্যু

ছাগলে শিম গাছ খাওয়াকে কেন্দ্র করে হামলায় নারীর মৃত্যু

নেত্রকোনার কেন্দুয়ায় ছাগলে শিম গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দিলোয়ারা (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত নারী কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের স্বল্পনন্দীগাঁয়ের হুমায়ুন কবীরের স্ত্রী। মঙ্গলবার কেন্দুয়া থানা পুলিশ তার লাশ নেত্রকোনা মর্গে পাঠিয়েছে।


কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, গত ২২ জুন হুমায়ুন কবীরের ছাগল একই গ্রামের জাকির মিয়ার শিম গাছের পাতা খেয়ে ফেলে। এ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে জাকির মিয়া ও তার লোকজন হুমায়ুনের বাড়ি-ঘরে হামলা করে।


হামলায় হুমায়ুন, তার স্ত্রী দিলোয়ারা, মা আছিয়া ও ছেলে মিজান গুরুতর আহত হন। পরে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি সামাজিকভাবে মীমাংসার জন্য প্রক্রিয়া হলে আহতরা হাসপাতাল থেকে বৃহস্পতিবার বাড়িতে চলে আসেন।


সোমবার রাতে দিলোয়ারা খাতুনের শারীরিক অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে কেন্দুয়া থানায় মামলা দায়ের করেছেন বলে ওসি জানান।

  • সর্বশেষ - মহানগর