, ২১ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

অবৈধ বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে দুই যুবকের মৃত্যু

অবৈধ বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে দুই যুবকের মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের সেচ লাইন থেকে দোকান ঘরে বিদ্যুতের অবৈধ সংযোগ দিতে গিয়ে এখলাস (২৫) নামে এক ইলেক্ট্রিশিয়ান ও তার সহযোগী আরিফের (২২) মৃত্যু হয়েছে।শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বীরগোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুইজনের বাড়ি উপজেলার আমলিতলা গ্রামে।


প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা বীরগোপালপুর গ্রামের শহিদুল্লাহর বিদ্যুতের সেচ সংযোগ থেকে তার মালিকানাধীন দোকান ঘরে বিদ্যুৎ সংযোগ দিতে যায় এখলাস ও আরিফ। বন্যার পানিতে অর্ধ নিমজ্জিত সেচ ঘরে তাদেরকে পাঠিয়ে দোকানের ভাড়াটিয়া সুলতান মিয়া স্কচটেপ আনতে যান। একটু পরে সুলতান ওই সেচ ঘরে গিয়ে তাদের দু'জনকে অচেতন অবস্থায় দেখতে পান।


এ সময় তার ডাকাডাকিতে লোকজন এসে বাঁশের সাহায্যে সেচ ঘর থেকে এখলাস ও আরিফকে বের করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। বিদ্যুৎস্পর্শে দু'জনের মৃত্যুর ঘটনায় মাদারগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান এসআই সুমন চক্রবর্তী।

  • সর্বশেষ - মহানগর