, ২১ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে শেরপুরে বিভিন্ন মহলের শোক

যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে শেরপুরে বিভিন্ন মহলের শোক

নুরুল ইসলাম। ফাইল ছবি

দেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে শেরপুরের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন।


গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শেরপুর-১ আসনের এমপি জাতীয় সংসদের হুইপ মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক, শেরপুর-৩ আসনের এমপি প্রকৌশলী একেএম ফজলুল হক চান, শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, শেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, জেলা জাতীয় পার্টির সভাপতি ইলিয়াছ উদ্দিন, শেরপুরের বিশিষ্ট শিল্পপতি ইদ্রিস গ্রুপের চেয়ারম্যান ইদ্রিস মিয়া।


আরও শোক প্রকাশ করেন শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, শেরপুর জেলা সেক্টর কমান্ডার্স ফেরাম মুক্তিযুদ্ধ-৭১-এর সভাপতি মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডর গোলাম মাওলা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আখতারুজ্জামান, শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি আসাদুজ্জামান রওশন।


সাংবাদিকদের মধ্যে শোক প্রকাশ করেন দৈনিক ইত্তেফাকের শেরপুর জেলা প্রতিনিধি সুশীল মালাকার, সাংবাদিক মুক্তিযোদ্ধা আলাপতুফ হোসেন মঞ্জু, দৈনিক প্রথম আলোর শেরপুর জেলা প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, সাংবাদিক আব্দুর রহিম বাদল, দৈনিক জনকণ্ঠের শেরপুর জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম আধার, শেরপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বিটিভি ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি দেবাশীষ ভট্টাচার্য, শেরপুর জেলা গাংচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদের সভাপতি কবি-সাংবাদিক আব্দুর রফিক মজিদ, দৈনিক খবর ও মাছরাঙা টেলিভিশনের শেরপুর জেলা প্রতিনিধি আবুল হাশিম, যমুনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি আদিলুজ্জামান উজ্জ্বল।


  • সর্বশেষ - মহানগর