, ১৩ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

ভারতের ফেরার ম্যাচে থাকবে না নিরপেক্ষ আম্পায়ার

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

ভারতের ফেরার ম্যাচে থাকবে না নিরপেক্ষ আম্পায়ার

সবশেষ ২০২০ সালের ১৯ জানুয়ারি ঘরের মাঠে খেলেছিলেন বিরাট কোহলিরা। দীর্ঘ এক বছরের বেশি সময় পর ঘরের মাঠে খেলতে নামছে ভারত। আগামী ৫ ফেব্রুয়ারি চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে নামবে ভারতীয় ক্রিকেট দল। সেই ম্যাচে থাকবে না কোনো নিরপেক্ষ আম্পায়ার।


করোনাভাইরাসের কারণে আইসিসি ক্রিকেটের যে পাঁচটি নতুন নিয়মের প্রবর্তন করেছে, তার মধ্যে একটি ছিল স্বাগতিক দেশের আম্পায়ার দিয়েই ম্যাচ পরিচালনার সিদ্ধান্ত। গতবছরের জুলাই থেকে চলছে এ নিয়ম। যা ভারতের মাটিতে শুরু হতে যাওয়া সিরিজেও বহাল থাকবে।


আসন্ন চার ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্টের জন্য নিতিন মেনন, অনিল চৌধুরী এবং ভিরেন্দর শর্মাকে দায়িত্ব দিয়েছে আইসিসি। আগামী ৫ ও ১৩ ফেব্রুয়ারি হতে যাওয়া ম্যাচ দুইটিতেই থাকবেন নিতিন মেনন। অন্য দুই আম্পায়ার অনিল ও ভিরেন্দর থাকবেন একটি করে ম্যাচে।


আইসিসির এলিট প্যানেলভুক্ত আম্পায়ারের তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে রয়েছেন নিতিন মেনন। তিনি নিজের চতুর্থ টেস্টে দাঁড়াবেন আসন্ন ম্যাচটিতে। অন্যদিকে অনিল ও ভিরেন্দরের আম্পায়ার হিসেবে টেস্ট অভিষেক হবে এ সিরিজটিতে। তারা দুজনই আইসিসির ইন্টারন্যাশনাল প্যানেলভুক্ত আম্পায়ার।


এখনও পর্যন্ত ২০ ওয়ানডে ও ২৮ টি-টোয়েন্টি পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে অনিলের। অন্যদিকে ভিরেন্দর দায়িত্ব পালন করেছেন ২ ওয়ানডে ও ১ টি-টোয়েন্টিতে। আসন্ন সিরিজের প্রথম ম্যাচে থার্ড আম্পায়ার থাকবেন ভিরেন্দর। দ্বিতীয়টিতে তিনি হবেন অন ফিল্ড আম্পায়ার, থার্ড আম্পায়ারের চেয়ারে বসবেন অনিল।


ইংল্যান্ডের এ পুরো ভারত সফর অর্থাৎ ৪ টেস্ট, ৫ টি-টোয়েন্টি ও ৩ ওয়ানডের সিরিজের সব ম্যাচেই রেফারির দায়িত্ব পালন করবেন জাভাগাল শ্রিনাথ। তবে প্রথম দুই টেস্ট ব্যতীত পরের ম্যাচগুলোর আম্পায়ার তালিকা এখনও প্রকাশ করা হয়নি।

  • সর্বশেষ - খেলাধুলা