, ২৩ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

মমেক হাসপাতালে করোনায় তিনজনের মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

মমেক হাসপাতালে করোনায় তিনজনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে তিন রোগীর মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়। মঙ্গলবার (২২ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

মারা যাওয়া তিনজন হলেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আহসানুল্লাহ (৯০), নেত্রকোনার বারহাট্টা উপজেলার আবদুল গফুর (৮০) ও জামালপুরের মেলান্দহ উপজেলার জামাল উদ্দিন (৬৫)।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ওই তিনজনের মৃত্যু হয়েছে। বর্তমানে কোভিড ইউনিটে মোট ১৪৫ জন ভর্তি রয়েছেন। এরধ্যে আইসিইউতে আছেন ১০ রোগী।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার জেলায় নতুন করে ৪৫০ নমুনা পরীক্ষা করে ৫৯ জন শনাক্ত হয়েছেন। জেলায় সংক্রমণের হার প্রায় ১৩ শতাংশ।

  • সর্বশেষ - মহানগর