ফার্মগেটে দুই ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
প্রকাশ :

রাজধানীর ফার্মগেটে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার সন্ধ্যা ৭টা ১০মিনিটে ফার্মগেটের বাবুল টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। বিএনপির ডাকা চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার (রবি ও সোমবার) অবরোধের আগের দিন শনিবার এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান। তিনি বলেন, হঠাৎ বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরণ ঘটলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গত ২৮ অক্টোবর নয়াপল্টনে সমাবেশ ও সংঘর্ষের পর থেকে দফায় দফায় হরতাল-অবরোধের কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি-জামায়াত।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসন করায় প্রশংসা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মসিকের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ মহব্বত আলী

করোনা মহামারী মোকাবিলায় টিকা প্রদানের পরিসর বৃদ্ধি করা হয়েছে : মসিক মেয়র টিটু
