, ১৪ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

‘তরুণরাও আক্রান্ত হতে পারে করোনায়’

  অনলাইন ডেস্ক

  প্রকাশ : 

‘তরুণরাও আক্রান্ত হতে পারে করোনায়’
তরুণরাও আক্রান্ত হতে পারে করোনায়

তরুণরাও প্রাণঘাতী করোনায় আক্রান্ত হতে পারে সতর্ক বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এই সতর্ক বার্তা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রোস গেব্রেইয়েসুস বলেন, আমি তরুণদের প্রতি একটি বার্তা দিতে চাই। আপনারা অজেয় নন। এই ভাইরাস আপনাদেরকে কয়েক সপ্তাহ হাসপাতালে রাখতে পারে। এমনকি মৃত্যু পর্যন্তও হতে পারে। এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে তরুণদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

প্রাণঘাতী করোনা ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বজুড়ে মারা গেছেন ১১ হাজার জন। এছাড়া আক্রান্তের সংখ্যা প্রায় আড়াই লাখ। গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে এই করোনা ভাইরাস।

  • সর্বশেষ - আলোচিত খবর