, ১৪ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

এপ্রিলে মুক্তি পাবে ‘দেশান্তর’, এলো পোস্টার

  বিনোদন ডেস্ক

  প্রকাশ : 

এপ্রিলে মুক্তি পাবে ‘দেশান্তর’, এলো পোস্টার

সরকারি অনুদানের সিনেমা ‘দেশান্তর’। কবি নির্মলেন্দু গুণের একই নামের উপন্যাস থেকে নির্মিত হচ্ছে এই সিনেমা। পাঠকপ্রিয় এই উপন্যাসটির প্রধান নারী চরিত্রের নাম অন্নপূর্ণা। এই চরিত্রে কাজ করছেন প্রিয়দর্শিনী মৌসুমী।

সিনেমাটির নির্মাতা আশুতোষ সুজন জাগো নিউজকে তিনি বলেন, ‘‘দেশান্তর’ সিনেমার শুটিং শেষ হয়েছে। এখন সিনেমার ডাবিং কাজ চলছে। তার পাশাপাশি সিনেমার মুক্তি দেওয়া জন্য আনুসাঙ্গিক যে কাজগুলো আছে সেই কাজগুলো করছি। আশা করছি সামনে বছরের এপ্রিলে মুক্তি দিতে পারবো ‘দেশান্তর’।’

তিনি আরও বলেন, ‘এ মুহূর্তে আমার প্রথম সিনেমার একটা পোস্টার দিয়ে সিনোমার প্রচারণা শুরু করলাম। সামনে কয়েক দিনের মধ্যে আরও একটা পোস্টার মুক্তি দেবো। সেখানে একটা চমক থাকবে।

অনেক দিন থেকে নিজের বাচ্চার মতো করে এই সিনেমাটার কাজ করছি। এটি দেখতে আবার দর্শক হলে আসবে আমি আশা করি।’

‘দেশান্তর’ সিনেমাতে মৌসুমীর বিপরীতে দেখা যাবে বরেণ্য অভিনেতা আহমেদ রুবেলকে। তাছাড়াও অভিনয় করবেন ইয়াশ রোহান, রোদেলা, মামুমুর রশীদ, মোমেনা চৌধুরী, শুভাশীষ ভৌমিক প্রমুখ

  • সর্বশেষ - বিনোদন