, ২৫ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

গর্ভবতী মায়েদের বাড়ি গিয়ে চিকিৎসা দিচ্ছেন হুইপ আতিকের মেয়ে

গর্ভবতী মায়েদের বাড়ি গিয়ে চিকিৎসা দিচ্ছেন হুইপ আতিকের মেয়ে

শেরপুর করোনাভাইরাসের জন্য ঘরে থাকা গর্ভবতী মায়েদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসাসেবা প্রদান করছেন শেরপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. শারমিন রহমান অমি। তিনি জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিকের মেয়ে।


বৃহস্পতিবার দুপুরে শেরপুর সদর উপজেলার গাজিরখামার ইউনিয়নে ৫ জন চিকিৎসককে সঙ্গে নিয়ে, বাড়ি বাড়ি গিয়ে প্রসূতি নারীদের শারীরিক অবস্থা জেনে চিকিৎসাসেবা ও আয়রন, ক্যালসিয়াম, ভিটামিনসহ বিভিন্ন ওষুধ এবং ঈদ উপহার প্রদান করেন। এতে গর্ভবতী মায়েরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।


এ সময় হুইপ আতিকের মেয়ে ডা. শারমিন রহমান অমি বলেন, শেরপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নে যে সব গর্ভবতী মা, যারা করোনাভাইরাসের কারণে শহরে যেতে পারছেন না। তাই প্রত্যেক গর্ভবতী মায়ের কাছে গিয়ে তাদের সমস্যার কথা শুনছি। সমস্যা অনুযায়ী চিকিৎসা দিয়ে এবং সরকারিভাবে যে সব ওষুধ সরবরাহ করা হয়েছে সে সব ওষুধ তাদেরকে দিয়ে আসছি।

এ ছাড়া ঈদ উপলক্ষে ব্যক্তিগত উদ্যোগে গর্ভবতী মায়েদের একটি করে শাড়ি উপহার দিচ্ছেন ডা. অমি।

  • সর্বশেষ - মহানগর